শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১০৫ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আমন মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার পাচঁটি ইউনিয়নে দশহাজার কৃষকদের মাঝে বিনামূল্যে ধানসহ বিভিন্ন সবজি বীজ ও সার বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে আজ উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১০৫ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে এক কেজি সরিষা বীজ, দশ কেজি এমওপি এবং দশ কেজি ডিএপি সার দেওয়া হয়।
এ সময় নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার আলমগীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সবুর, রুপনারায়ন কুড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াসিক রহমান বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আল আমীন