বাগেরহাটের মোরেলগঞ্জে হালিম হাওলাদার (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চিপাবারইখালী গ্রাম থেকে তাকে ১৯৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। হালিম ওই গ্রামের আব্দুস সালাম হাওলাদের ছেলে।
এ বিষয়ে ডিবি পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ হালিমকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইয়াবাসহ আটক কথিত ঘের ব্যবসায়ী হালিমের বিরুদ্ধে বগুড়া থানায় ডাকাতি, পিরোজপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই