গাজীপুরে টয়লেট থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুল খালেক (৪৫)। তিনি টাঙ্গাইল জেলা সদর থানার পুকুরিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার এস আই তাপস কুমার ওঝা ও নিহতের ছেলে মোস্তফা জানান, ধান কাটার উদ্দেশ্যে ১৭/১৮জনের একদল শ্রমিক বুধবার টাঙ্গাইল হতে গাজীপুরের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় আসে। তারা স্থানীয় এস এ কলেজে অবস্থান করে। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি বাইরে যান। কিন্তু দীর্ঘক্ষণেও ফিরে না আসায় তার সঙ্গীরা খোঁজাখুঁজি করতে থাকে। তারা মোবাইলেও ফোন করে তার কোন সাড়া পায়নি।
এদিকে দুপুরে পার্শ্ববর্তী লোহাকৈর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিম মসজিদ পরিষ্কারে কাজ করার সময় টয়লেটের ভিতর মোবাইল ফোনের রিং টোন বাজতে শুনেন। এসময় টয়লেটের দরজাটি ভিতর থেকে আটকানো ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। তারা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে খালেকের লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন।
জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে টয়লেটের ভিতর হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ