নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে দীর্ঘদিন যাবত ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বাড়তি চাপ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে। এই বাড়তি চাপে পাটুরিয়া ঘাটে সৃষ্টি হয়েছে যানজট। যানজটে ভোগান্তিতে পড়েছে পারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোঃ মহীউদ্দিন রাসেল জানান, এই নৌরুটের ফেরি বহরের ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে দীর্ঘদিন যাবত ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় বাড়তি চাপ পড়েছে এই নৌরুটে। পাটুরিয়া ঘাটে ৪ শতাধিক বাস, ছোট গাড়ি ও পণ্যবাহী পরিবহন পারের অপেক্ষায় রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন