ফরিদপুরে চরভদ্রাসনে পানিতে ডুবে রফিক শিকদার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধা ৬ টার দিকে বাড়ির পেছনের খালের পানিতে ভাসমান অবস্থায় রফিকের মরদেহ উদ্ধার করেন তার মা রমেলা বেগম। পরে রাত ৮টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আফরিন তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর পূর্ব গ্রামের বাসিন্দা রেজাউল শিকদারের ছোট ছেলে রফিক। রেজাউল শিকদার জানান, সুযোগ পেলেই পানিতে নামতে চাইতো রফিক। ওইদিন বিকাল থেকে রফিককে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন পরিবারের লোকজন। অবশেষে বাড়ির পেছনের খালের পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় পান রফিকের মা। রফিকের বড় দুই ভাই রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ