বগুড়ায় র্যাব-১২ ক্যাম্পের সদস্যদের অভিযানে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ, ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মৃত আ. জব্বারের ছেলে আ. হামিদ (৫৮), মৃত অমূল্য মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৭) এবং হাতিবান্ধা থানার নুর হোসেনের ছেলে নবীন হোসেন (২৬)।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন