বগুড়ার কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে হট্টগোলের ঘটনায় দুই ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগের সভাপতি, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কাহালু উপজেলা স্বেচ্ছা সেবকলীগের বিলুপ্ত কমিটির আহবায়ক সাইফুল ইসলাম হয়ে থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলায় ২৩ জনের নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৪৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান পিএম বেলাল হোসেনকে। অন্যান্যর মধ্যে আসামি হলেন নারহট্ট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রুহুল আমিন তালুকদার বেলাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান রাকিব, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদল, ছাত্রলীগ নেতা বায়োজিদসহ ২৩ জন নেতাকর্মী।
বগুড়ার কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, দুই গ্রুপের কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। তারপরেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন