খুলনা র্যাব-৬ এর বিশেষ অভিযানে বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি চৌকশদল বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় নামক এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকার গতিরোধ করে।
এ সময় প্রাইভেটকারে অবস্থানরতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে গাড়ী তল্লাশি করে দুইটি পৃথক প্যাকেট থেকে মোট ২৫ কেজি গাঁজা উদ্ধার করেন র্যাব-৬।
আটককৃতরা হলো পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদি গ্রামের মৃত হারুন তালুকদারের ছেলে প্রাইভেটকার চালক মো. এনামুল হক (৩৬), পিরোজপুর জেলার জিয়ানগন উপজেলার চারাখালী গ্রামের আ. লতিফ শেখের মেয়ে শিরিন বেমম (২৬), ফেনি জেলার সদর উপজেলার ফেনী বাজার এলাকার আব্দুল্লাহ সরদারের ছেলে রোমান সরদার (১৯) ও মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাড়া গ্রামের আয়েন উদ্দিন শেখের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৫)। গাঁজা বহনকারী প্রাইভেটকারটি জব্দ করেছে। এ ব্যাপারে ফকিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন