নীলফামারীর ডোমারে সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলার হরিণ চড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী সংকল্প রক্তের বন্ধন সংগঠনের উদ্দ্যেগে তিনশ সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে এই সেবা প্রদান করা হয়।
নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার ও আপডেট ক্লিনিকের সার্বিক সহযোগীতায় ব্লাড গ্রুপিং সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ব্যবসায়ী রাসেল রানা।এসময় হৃদয়ে ডোমারের পরিচালক সুজন হাসান, সংকল্প রক্তের বন্ধন সংগঠনের পরিচালক রাজিবুল ইসলাম রাজিব, সভাপতি দিবাকর রায় ডালিম, সিনিয়র সহসভাপতি সুরজিত রায়, সাধারণ সম্পাদক গোলাপ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সানভীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। রক্তের গ্রুপ নির্ণয় করেন ডোমারের নিউ স্কয়ারের ল্যাব টেকনোলজিস্ট ইয়ামিন ইসলাম ও আপডেট ক্লিনিকের ল্যাব টেকনোলজিস্ট দয়াল রায়।
বিডি প্রতিদিন/আল আমীন