বগুড়ার ধুনট উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আনিস মাহমুদ। শুক্রবার সকাল ১০টায় ধুনট বাজারের সোনামুখি রোডে ধুনট মডেল মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ডিজি আনিস মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেন। সেই প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, উপ-বিভাগীয় প্রকৌশলী বাকিউল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক, ফিল্ড অফিসার মো. আনোয়ার হোসেন, ধুনট ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মীর আরিফ হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার হৃদয় আলি, মডেল কেয়ার টেকার আব্দুল হালিম ও সাধারণ কেয়ার টেকার মো. ইছাক আলীসহ শিক্ষক বৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল