লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় বুড়িমারী কেন্দ্রেীয় জামে মসজিদের খাদেম পর মোয়াজ্জিন আফিজ উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর দেরটায় লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গ্রেফতার হওয়া মোয়াজ্জিন ঘটনার সাথে জড়িত রয়েছেন। গ্রেফতাকৃত বুড়িমারী কেন্দ্রেীয় জামে মসজিদের মোয়াজ্জিন আফিজ উদ্দিন (৫০) বুড়িমারী ইউনিয়নে ইসলাম পুর গ্রামে ফউমুদ্দিনের ছেলে।
এ ঘটনায় দায়ের হওয়া পৃথক তিনটি মামলায় এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার ৯ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ দিকে ঢাকায় গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) এর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিডি প্রতিদিন/হিমেল