করোনাকালীন সময়ে ২০২১ সালে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষা বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ২০২১ সালে অনুষ্ঠিতব্য এস.এস.সি ব্যাচের পরীক্ষার্থীরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আরিফুর রহমান তনয়, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী শেখ ফাহাদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী ইয়াছিন ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ