মাদারীপুরের মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মাইক্রোবাসসহ মো. সেন্টু শেখ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক সেন্টু ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার চন্দ্রিদাসদী গ্রামের মৃত খলিল শেখের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, ভাঙ্গা উপজেলার পাতরাইল গ্রামের ছালাম মাতুব্বরের স্ত্রী হেপী বেগম (২৫) তাদের নিজস্ব একটি মাইক্রোবাস নিয়ে গত ২৮ অক্টোবর বিকেলে মাদারীপুরের শকুনী লেক এলাকায় স্বপরিবারে বেড়াতে যায়। এক পর্যায়ে সেন্টু শেখ তাদের মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের পাশাপাশি র্যাবের কাছে অভিযোগ করেন মাইক্রোবাসের মালিক হেপী বেগম। চুরির ১৫ দিনের ব্যবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার রাতে মোস্তফাপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে চুরি যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার এবং অভিযুক্ত চোর সেন্টু শেখকে আটক করে র্যাব-৮। আটক সেন্টুকে মাদারীপুর সদর থানায় সোপর্দ করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ