লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের পুরাতন মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর্শ সামাদ মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে জেলা সাধারণ সম্পাদকের নিজস্ব বাসভবনে (দলের অস্থায়ী কার্যালয়ে) প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, ইসমাইল হোসেন, হুমায়ুন কবির পাটোয়ারী, সাবেক যুবলীগ নেতা সৈয়দ সাইফুল হাসান পলাশ, শেখ জামান রিপন প্রমুখ।
এদিকে এ দিনের কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, জেলা যুবলীগের সভাপতি এক এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানকে উপস্থিত থাকতে দেখা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল