সড়ক দুর্ঘটনা রোধকল্পে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে থ্রিডি ব্রেকার তৈরি করা হয়েছে। এই ত্রিমাত্রিক স্পীড ব্রেকার উত্তরবঙ্গে প্রথম। মহাসড়কের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুযায়ী এই থ্রিডি স্পীড ব্রেকার আরও তৈরি অব্যাহত রাখবে বলে জানায় বীরগঞ্জ বিজ্ঞান ক্লাব।
শুক্রবার দিনব্যাপী ওই মহাসড়কের বীরগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে এই থ্রিডি ব্রেকার করা হয়।
দিনাজপুরের বীরগঞ্জ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এ কাজে অংশ নেন সজীব রায়, রিপন, দিয়া রহমান, সুমাইয়া, আব্দুল্লাহ আল মাহমুদ, জাকারিয়া হোসেন, শুভ দাস, গোলাপ রহমান প্রমুখ।
বীরগঞ্জ বিজ্ঞান ক্লাবের সভাপতি নোমান চৌধুরী মুন্না বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমরা থ্রি ডি স্পীড ব্রেকার তৈরি করেছি। এর আগে দেশের দক্ষিণ বঙ্গে এই ত্রিমাত্রিক স্পীড ব্রেকার তৈরি করা হলেও উত্তরবঙ্গে এটিই প্রথম।
বীরগঞ্জ বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান সজীব জানান, পাশ্চাতের উন্নত দেশে প্রচলিত হলেও বাংলাদেশে এই প্রযুক্তি নতুন। দুর্ঘটনা রোধে এই ত্রিমাত্রিক স্পীড ব্রেকার অধিক কার্যকর। এর বিশেষত্ব হলো দূর থেকে এটি প্রচলিত স্পীড ব্রেকারের মত উঁচু দেখা গেলেও আসলে তা উঁচু নয়, বরং এটি রং দিয়ে অংকিত। ফলে স্পীড ব্রেকারের কারণে সংঘটিত দুর্ঘটনা যেমন প্রতিরোধ হবে, তেমনি গতিরোধক হিসেবেও এই থ্রি ডি স্পীড ব্রেকার যথাযথ কাজ করবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন