নোয়াখালীর সোনাইমুড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মধ্যরাতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই সহোদরকে কুপিয়ে জখমসহ ৩ জনকে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার গভীর রাতে সোনাইমুড়ী বাইপাস সড়ক সংলগ্ন খালেক এন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের গনি মুন্সিবাড়ীর খালেকের ছেলে আবু সাইদ, আবুল হাসান ও আব্দুল আউয়াল সোনাইমুড়ী বাইপাস সড়ক সংলগ্ন খালেক এন্টারপ্রাইজে ইট, বালু, বাঁশ, খোয়া সহ সেনেটারি ব্যবসা পরিচালনা করে আসছেন।
আব্দুল খালেকের সাথে একই বাড়ির সামসুদ্দিন ওরফে মশা মিয়া (৭০) তার সহোদর ভাই সাহাব উদ্দিন (৬৫), ফখরুল ইসলাম সুজন ও আরমান হোসেন সাকেরদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব শত্রæতার জের ধরে আবদুল মতিনের ছেলে ফখরুল ইসলাম সুজন ও আরমান হোসেন শাকেরের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী খালেকের ব্যবসা প্রতিষ্ঠান খালেক এন্টারপ্রাইজে হামলা চালায়।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমন্ত অবস্থায় খালেকের দুই ছেলে আবু সাইদ (৪৩) ও আবুল হাসানকে (৩৯) সন্ত্রাসীরা এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকারে চাচাতো ভাই জানে আলম মানিক (৩৮) এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন