টাঙ্গাইলের সখীপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীন পরিবারে জন্য দুই কক্ষ বিশিষ্ট গৃহ (সেমি পাকা) নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। শুক্রবার বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া আড়ালিয়া পাড়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির, স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতাউর, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন