রাজধানী ঢাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষে সুলতান মো. সিরাজুল ইসলামে নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষে সুলতান মো. সিরাজুল ইসলাম জানান, ১২ নভেম্বর রাজধানী ঢাকার সাতিটি স্পটে ৯টি বাসে অগ্নিসংযোগ করে কতিপয় দুষ্কৃতিকারী।
গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা সুলতান মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্য আলমগীর হোসেন মারুফ, সোহেল সরকার, আব্দুল্লাহ কায়সার প্রান্ত, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের মাসুম মন্ডল, হামিদুল্লাহ, সৈয়দ মিজান, ইফাত হোসেন রনি, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাকিব হোসেন এবং মামুন আল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। তারা প্রশাসনের কাছে ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করেন।
বিডি প্রতিদিন/আল আমীন