গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরীর উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার সকালে পরিষ্কার-পরিছন্নতা অভিযানে সহযোগিতা করেন চন্দ্রা শাখার শ্রমিক ইউনিয়নের লোকজন। এসময় হাতে ঝাড়ু, বেলচা, কোদাল নিয়ে রাস্তার দু'পাশের ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা। এরকম মহতী উদ্যোগ দেখে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রা শাখার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, চন্দ্রা শাখার শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মাসুদ রানা, চন্দ্রা শাখার শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আসলাম সিকদার, চন্দ্রা ইজারাদার সমিতির সভাপতি রুবেল হাসান জনি, চন্দ্রা ইজারাদার সমিতির দপ্তর সম্পাদক সজীব হোসেন ও আওয়ামী লীগ নেতা আলহাজ হোসেনসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ