ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে অবমাননার প্রতিবাদে টেকনাফ উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে বাসষ্টেশন চত্বরে টেকনাফ উপজেলা ওলামা পরিষদের পরিষদের সভাপতি মাও: মাহবুবুর রহমান মজাহেরীর সভাপতিত্বে ও মৌলানা মুহাম্মদ জবাইরের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্ জামিয়া আল্ ইসলামিয়া টেকনাফ এর পরিচালক ও শায়খুল হাদীস মুফতি কিফায়ত উল্লাহ শফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র মাওলানা মুজিবুর রহমান, ওলামা পরিষদের সহ-সভাপতি, লম্বরী মাআবিয়া ইবনে আবু সফিয়ান মাদরাসার পরিচালক ওলানা আবদুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন, সাবরাং মাদরাসার পরিচালক মৌলানা নুর আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন বাসষ্টেশন মসজিদে খতিব মৌলানা মুফতি এমদাদ উল্লাহ, উপজেলা জামে মসজিদের খতিব মৌলানা ইলিয়াস ফারুকী, গাউসিয়া মসজিদের খতিব মৌলানা উসমান গণি, সাংবাদিক মৌলানা মোঃ তাহের নাঈম, অলিয়াবাদ মরকজ মসজিদের খতিব মৌলানা মামুনুর রশীদ, মৌলানা ছলিম উল্লাহ, লেংগুরবিল মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ তাহের প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ