বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, দেশের স্বাস্থ্যখাতের অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগসহ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সর্বাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করে যাচ্ছেন। মহামারি করোনায় সারাবিশ্ব যখন বিপর্যস্ত, তখন আমাদের প্রধানমন্ত্রী করোনার আগ্রাসনে বিচলিত না হয়ে সফলভাবে মোকাবিলা করেছেন, সেই সঙ্গে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় স্বাস্থ্যখাতকে আগাম প্রস্তুত রেখেছেন।
শনিবার সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোড শোর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মির্জা আজম এমপির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম প্রমুখ।
মির্জা আজম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ মেডিকেল কলেজ, আধুনিক ডায়াবেটিক হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, আরটি পিসিআর ল্যাব, নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট স্থাপন করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ