চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার জেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় জেলা ডায়াবেটিক হাসপাতাল থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এতে সভাপতিত্ব করেন। কোরআন তেলওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ আকসিজুল ইসলাম রতন।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ: শামসুজ্জোহার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহ-সভাপতি সৈয়দ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শাহান, সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, ডা. মুস্তাক উর রহমান ও ডা. মিজানুর রহমান। আলোচনা সভায় কার্যনির্বাহী সদস্য ডা. ফকির মহাম্মদসহ সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বক্তারা বলেন, ডায়াবেটিস রোগ নয়, কিন্ত সকল রোগের বিস্তার ঘটাতে ভুমিকা রাখে। অথচ, নিজের প্রতি একটু যত্মশীল হলে আমরা ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে পারি। এজন্য শৃঙ্খলায় চলতে হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ