রাজবাড়ীর পদ্মা নদীতে ৪৫ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে। প্রজনন মৌসুমে রাজবাড়ীর পদ্মার ৮৫ কিলোমিটার অংশে ২২৯টি ইলিশের উপর জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে রাজবাড়ী জেলা মৎস অফিস। ইলিশের ডিম ছাড়া হ্রাস পাওয়ার কারণে দেশে ইলিশের উৎপাদন হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জেলেরা।
জেলা মৎস অফিস সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমের ২২ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকারের সময় রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৫টি পয়েন্টের উপর জেলেদের কাছ থেকে জব্দকৃত ইলিশ থেকে এমন তথ্য পাওয়া যায়। ২০১৬ সালের প্রজনন মৌসুমে পদ্মা নদীতে ইলিশের ডিম ছাড়ার হার ছিলো ৫৭ শতাংশ। এবছর পদ্মায় ইলিশের আকাল এবং ডিম ছাড়া নিয়ে হতাশ মৎস বিভাগের সাথে সংশ্লিষ্টরা। খাতা কলমের হিসাবে ডিম ছাড়ার হার ৪৫ শতাংশ হলেও পরিপূর্ণভাবে পদ্মায় ডিম ছেড়েছে মাত্র ২২ শতাংশ ইলিশ এবং আংশিক ডিম ছেড়েছে ২৩ শতাংশ ইলিশ।
রবিবার পদ্মায় ইলিশের ডিম ছাড়ার একটি পরিসংখ্যান থেকে দেখা যায়, ২২ অক্টোম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পদ্মা নদীতে জব্দকৃত ইলিশের মধ্যে ২২৯ টি ইলিশের উপর তথ্য সংগ্রহ করা হয়। ২২৯টি ইলিশের মধ্যে ১৬৪টি স্ত্রী ইলিশ এবং ৬৫ টি পুরুষ ইলিশ পাওয়া যায়। ১৬৪টি স্ত্রী ইলিশের মধ্যে মাত্র ৩৬টি ইলিশ পদ্মায় সম্পূর্ণ রূপে ডিম ছেড়েছে এং ৩৭টি ইলিশ আংশিক ডিম ছেড়েছে। ১৬৪টি ইলিশ মধ্যে ৯১টি ইলিশ ডিম ছাড়েনি বা ডিম ছাড়ায় সময় হয়নি বলে জানান তিনি।
পদ্মায় ইলিশের আকাল ও ডিম ছাড়ার বিষয় নিয়ে গোদারবাজার এলাকার জেলেরা বলেন, এ বছর পদ্মায় সেভাবে ইলিশ দেখা যায়নি। তাছাড়া অনেক ইলিশ নদীতে ডিম ছাড়েনি। অভিযান পরিচালনার সময় সেভাবে ইলিশ পাওয়া যায়নি। জব্দকৃত বেশিরভাগ ইলিশের পেটে ডিম ছিলো। আগামীতে দেশে ইলিশের উৎপাদন হ্রাসের সম্ভাবনা আছে বলে জানান জেলেরা।
জেলা মৎস কর্মকর্তা জয়দেব পাল বলেন, আমরা মৎস অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কাজ করে একটি তথ্য পেয়েছি মাত্র। এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরে জানাবো।
বিডি প্রতিদিন/হিমেল