পায়ে হেঁটে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন রোভার স্কাউট গ্রুপের ৪ জন গার্ল-ইন-রোভার স্কাউটস।
গত ১৬ নভেম্বর ঢাকার জিরো পয়েন্ট থেকে তারা পায়ে হেঁটে রওনা হয়ে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করেছেন। রোভার প্রোগ্রাম অনুযায়ী পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের জন্য তারা এই পথ পরিভ্রমণ করেন। পরিভ্রমণকারীরা হলেন, জাকিয়া ইলানুর, সাদিয়া আফরিন মীম, নাবিলা নাজ আমিন এবং মুবতাসিম ইসলাম নির্জন।
বিডি প্রতিদিন/হিমেল