কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পার্টির উদ্যোগে তৃণমূল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় রয়েল কমিউনিটি সেন্টারে চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম রেজা।
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির সদস্য মো. শামসুল আলম, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এনামুল হক চৌধুরী, এডভোকেট ওমর আলী, মৌলভী ছিদ্দিক আহমদ মেম্বার, এসএম মাহবুব ছিদ্দিকী, জসিম উদ্দিন কমিশনার, কাজী আবু ওমর মো. ফারুক, আবদুর রহিম মেম্বার, নাছির উদ্দিন সুনো, এসএম জামাল উদ্দিন, হোসনে আলম চৌধুরী নিয়ামত প্রমূখ নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন