কুড়িগ্রামে হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সূর্য পূজা নানা ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে পালন করেছেন ধর্মাবলম্বীরা। তবে এ পূজাকে ছট পূজাও বলা হয়। এ উপলক্ষে শনিবার সকালে সিএন্ডবি ঘাটে ধরলা নদীতে স্নান ও প্রার্থনার মধ্য দিয়ে এ পূজার সমাপ্তি ঘটে।
বৃহস্পতিবার এ পূজার প্রথম দিন শুরু হয়ে শনিবার ৩দিনব্যাপী এ পূজার সমাপনী দিন ছিল। সূর্য পূজার এ দিনে সূর্য দেবতার আবাহন করে অনুসারীরা তাদের পরিবার পরিজনসহ সারা বিশ্বের মানুষের শান্তি কামনা করেন। শনিবার শেষ দিন ভোররাত থেকে দল বেঁধে শত শত ভক্ত হাজির হন ধরলা নদীর পুরাতন সিএন্ডবি ঘাটে।
বিডি প্রতিদিন/হিমেল