কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রত্যেককে তাদের সন্তানদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, তরুণ প্রজন্মকে এ চেতনায় গড়ে তুলতে পারলে আমরা সুখী, সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ পাব।
তিনি আজ রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি মোড়ে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন প্রতিক্রিয়াশীলরা ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। এ লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিন্নাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.বি. সিদ্দিক খোকা, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক বছির উদ্দিন রিপন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার