বরিশালে সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ইন্টারনিউজের সহায়তায় নিউজ নেটওয়ার্ক নামে একটি সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে।
বরিশাল নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে ২ দিনব্যাপী প্রশিক্ষণে স্থানীয় ও জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলের ২৩জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
মাঠ পর্যায়ে সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা এবং কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্রাউজারের নিরাপত্তার নানা বিষয়ে আলোকপাত করেন প্রশিক্ষকরা।
সোমবার বিকেলে সাংবাদিক সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ইন্টারনিউজের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মাইনুদ্দিন আহমেদ এবং নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও সম্পাদক শহিদুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করেন আয়োজকরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন