সিরাজগঞ্জর সদর উপজেলার সদানন্দপুরে ৩৫২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী রুবেল হোসেন (৩০) দিনাজপুর জেলার ফুলবাড়িয়া থানার বারকোনা গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। বুধবার ভোররাত ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২’র উপ-অধিনায়র মেজর গাফফারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকসদল সদানন্দুর এলাকায় অভিযান চালায়। এসময় ৩৫২ বোতল ফেন্সিডিলসহ রুবেলকে আটক করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার