দুদকের দায়েরকৃত মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনকে তিন মাসের জামিন দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক নাহিদ নাসরিন এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল হক পান্না এ তথ্য নিশ্চিত করেন।
অ্যাডভোকেট শহিদুল হক পান্না জানান, পিরোজপুর স্পেশাল আদলতে দুদকের দায়েরকৃত তিনটি মামলায় আসামিরা জামিনে ছিলেন। বুধবার সিনিয়র স্পেশাল জজ আদালতে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন উপস্থিত হয়ে জামিন চাইলে আদালতের বিচারক তাদের তিন মাসের আন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/হিমেল