২৫ নভেম্বর, ২০২০ ২১:১৫

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় একজনের দশ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় একজনের দশ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে একটি বিস্ফোরক মামলার রায়ে একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুইজনকে খালাস প্রদান করা হয়েচছে। বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, রূপগঞ্জের হিরনাল গ্রামে ২০০৫ সালের ২৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে হুমায়ন কবির, হাকিম ফকির ও হালিম ফকির নামে তিনজনকে বিপুল পরিমানের পটকা ও পটকা তৈরির বিস্ফোরকসহ গ্রেফতার করে রূপগঞ্জ থানার তৎকালীন এসআই একে আজাদ।

তিনি আরও জানান, এ মামলায় ভোলাব গ্রামের আবুল মিয়ার ছেলে হুমায়নকে ১০ বছরের সাজা ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই মামলায় দোষ প্রমাণ না হওয়ায় দুইজনকে খালাস প্রদান করেছেন আদালত।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর