২৮ নভেম্বর, ২০২০ ১৫:২৪

চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

সারাদেশের কয়েকটি চিনিকল বন্ধের সরকারি পরিকল্পনার প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় মানববন্ধন কর্মসূচি পালন করছে কেরু চিনিকলের শ্রমিক-কর্মচারীরা।

আজ শনিবার বেলা ১১টায় দর্শনা বটতলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন কেরু চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান প্রমুখ। 

মানববন্ধনে শ্রমিক কর্মচারীদের সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, চিনিকল বন্ধ করা একমাত্র সমাধান হতে পারে না। দেশের স্বার্থেই চিনিকলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।

কেরু চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ জানান, কেরুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও কেরুজ চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। জেলার কয়েকটি রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দসহ আপামর জনতা মানববন্ধনে অংশ নেয়।

কেরু চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী জানান, সরকার তাদের সিদ্ধান্ত বদল না করলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর