শিরোনাম
২৮ নভেম্বর, ২০২০ ১৭:০৮

কুড়িগ্রামে প্রতিবন্ধী-হতদরিদ্র নারীদের মাঝে স্বাস্থ্য কিটস বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে প্রতিবন্ধী-হতদরিদ্র নারীদের মাঝে স্বাস্থ্য কিটস বিতরণ

কুড়িগ্রামে হতদরিদ্র, প্রতিবন্ধী, গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ ও সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদে দুই সহস্রাধিক নারীর মাঝে এসব কিটস বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ণ সংস্থা এএফএডি’র নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমিন, বেসরকারি নারী সংগঠনের নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ও ঘোগাদহ ইউপি সদস্য আব্দুল আউয়াল প্রমুখ। সহায়তায় প্রতিজন নারীকে ঢাকনাসহ বালতি, শাড়ী, গামছা, স্বাস্থ্যসম্মত কাপড়, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

ইউএনএফপি এর আর্থিক সহযোগিতায় একশন এইড বাংলাদেশের মাধ্যমে কুড়িগ্রাম সদর, উলিপুর, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার প্রতিটি উপজেলায় ৫ শতাধিক করে মোট ২ হাজার নারীকে ১৫ধ রনের হাইজিন কিটস বিতরণ করা হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর