বঙ্গবন্ধু টি-২০ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ফরচুন বরিশাল। ফর্মে থাকা মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে বরিশাল।
দলের দারুণ জয়ে বরিশালে আনন্দ মোটর শোভাযাত্রা করেছে সমর্থকরা। রাজশাহীর বিপক্ষে বিজয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে মেতে ওঠেন ফরচুন বরিশালের সমর্থকরা।
গতকাল শনিবার রাত ১০টার দিকে নগরীর বিসিক শিল্প এলাকা থেকে সমর্থকরা একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রায় একই সময় ফরচুন বরিশালের আরেক দল সমর্থক নগরীর রূপাতলী থেকে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করে। সমর্থকরা নগরীর সদর রোডে উল্লাস করে।
বিডি প্রতিদিন/আবু জাফর