বরগুনা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্দোগে আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বর থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
"সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব"- প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থান করেন মেডিকেল অফিসার ডাঃ ভূবন চন্দ্র মন্ডল। আলোচনায় অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার মহররম হোসেন, বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস ছালাম, তত্তাবধায়ক জেনারেল হাসপাতাল ডাঃ সোহরাব হোসেন খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মতিযার রহমান, সাংবাদিক মোঃ হাসানুর রহমান ঝন্টু।
উপস্থাপনা করেন সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা খান সালামত উল্লাহ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ