নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়।
এসময় দাবী আদায়ের লক্ষ্যে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে তাদের এই কর্মবিরতি চলছে। এতে করে বিপাকে পড়েছে সেবা নিতে আসা মানুষেরা।
বিডি প্রতিদিন/আবু জাফর