পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তারা জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগ প্রার্থী জাকিয়া খাতুন মিছিল সহকারে নির্বাচন কার্যালয়ে আসেন। এসময় তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্য প্রার্থীরা হলেন-বর্তমান মেয়র বিএনপির মনোনীত তৌহিদুল ইসলাম এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মনোনীত প্রার্থী শাহরিয়ার বিপ্লব।
এছাড়া পৌরসভায় কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই