১ ডিসেম্বর, ২০২০ ২২:১৮

ঝালকাঠিতে মাস্ক না পরায় জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মাস্ক না পরায় জরিমানা

মাস্কের ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ঝালকাঠিতে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুমা আক্তারের নেতৃত্বে র‌্যাবকে সাথে নিয়ে অভিযান চালানো হয়।

এসময় মাস্ক না পরায় বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ডিসি অফিসের সামনে থেকে এ অভিযান শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মানুষদের মাস্ক ব্যবহারের সুফল সম্পর্কে বর্ণনা ও জরিমানা প্রদান করা হয়।

অনেককে আবার জরিমানা হিসেবে মাস্ক কিনে যাদের মাস্ক নেই তাদের মাঝে তাদের দিয়েই বিতরণ করানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করে তাদের ফ্রি মাস্ক দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুমা আক্তার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধানে বাধ্য করাতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর ভূমিকা পালন করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর