২ ডিসেম্বর, ২০২০ ১৬:২১

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার ফ্যাক্টরির উৎপাদন শুরু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার ফ্যাক্টরির উৎপাদন শুরু

ভাঙ্গায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার ফ্যাক্টরির উৎপাদন শুরুর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

আজ বুধবার দুপুরে সিআরআইসি’র তত্ত্বাবধানে নির্মাণাধীন বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে স্লিপার ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের পরিচালক শামসুজ্জামান, পিবিআরএলপির প্রকল্প পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, সিআরআইসি’র প্রকল্প পরিচালক ওয়াং কুন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান প্রমুখ।  

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, যেদিন থেকে পদ্মা সেতু চালু হবে সেদিন থেকেই ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলবে। তিনি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরআইসি’র অসাধারণ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, এ কোম্পানি মানসম্মতভাবে অটো মেশিনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্লিপার তৈরি করছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কি. মি. রেলপথের স্লিপার এ কোম্পানি তৈরি করবে। 

মন্ত্রী আরও বলেন, কেবল বর্ষা গেছে। অক্টোবর থেকে পদ্মা সেতু প্রকল্পের রেল পথের মাটি ভরাটসহ অন্যান্য কাজের অগ্রগতি হচ্ছে। শুকনা মৌসুমের ৬ মাস উল্লেখযোগ্য অগ্রগতি হবে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর