মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফের বিশেষ জোনের গত নভেম্বর মাসে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার ৪৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব উদ্ধারের ঘটনায় ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
তিনি জানান, টেকনাফ উপজেলায় গত নভেম্বর মাসে ১৪১টি অভিযান পরিচালনা করে ১ লাখ ১০ হাজার ৪৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। এ সংক্রান্ত ২৮ টি মামলায় ৪০ জনকে আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন