ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবককে নাম আসিফ মিয়া (২০)। নিহত আসিফ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউটের মৃত বাবুল মিয়ার ছেলে। সে পৌর এলাকার ভাদুঘরে ভাড়া বাসায় বসবাস করতো। পেশায় ছিল ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা এলাকা থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আখাউড়া রেলওয়ে জংশন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আসিফের অটোরিকশাটি পাওয়া যায়নি। আমরা ধারণা করছি, অটোরিকশাটি নিতেই আসিফকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার