মাস্ক পরা নিশ্চিত করতে মৌলভীবাজার শহরে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। এসময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণসহ ঘরের বাইরে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে নেতৃত্ব দেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি। র্যাবের এই কর্মসূচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মাস্ক পরিধান না করায় ১২টি মামলায় প্রায় আড়াই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। এ সময় শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার জানান, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যাবের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর