মুজিব জন্মশতবর্ষে বগুড়ায় ট্যুরিস্ট পুলিশের বিভাগীয় অফিস স্থাপনে ৬৫ শতাংশ জমি প্রদান করেছে বেসরকারি সহযোগী সংস্থা টিএমএসএস। বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল মম ইন নওদাপাড়ায় ‘উত্তরা লের প্রাণকেন্দ্র বগুড়ায় নিরাপদ ট্যুরিজম শীর্ষক’ আলোচনা সভায় জমির কাগজপত্র হস্তান্তর করা হয়।
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর ভারপ্রাপ্ত ডিআইজি মুহাম্মদ ফজলুর রহমানের কাছে টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম জমির কাগজপত্র প্রদান করেন।
প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের উত্তরা লীয় হার্ভ সৃষ্টির লক্ষ্যে বিদেশি পর্যটক আকর্ষণে মনোরম বিভাগীয় অফিস স্থাপনে আরো জমি প্রদানে টিএমএসএস এর পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়। ট্যুরিজম পুলিশের এ অফিসটি করতোয়া নদী সংলগ্ন মনোরম পরিবেশে টিএমএসএ মম ইন বিনোদন জগৎ এর পার্শ্বে নির্মিত হবে।
আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিআইজি মুহাম্মদ ফজলুর রহমান বলেন, ট্যুরিজম একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরবঙ্গে ট্যুরিজম বিকাশে ব্যাপক সম্ভাবনা রয়েছে। যেহেতু ট্যুরিজমের যাবতীয় সম্ভাবনার ৭টি বৈশিষ্ট্যর সবগুলো বাংলাদেশে রয়েছে। টিএমএসএস শতবর্ষ পরিকল্পনা নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তা দেশ ও জাতির উন্নয়নে কল্যাণ বয়ে আনবে। বিশেষ করে হাসপাতাল ও চিকিৎসা সেবা প্রদানকে কেন্দ্র করে যে মহাপরিকল্পনা করেছে তা ট্যুরিজম বিকাশে ভূমিকা রাখবে।
তিনি তার ট্যুরিস্ট পুলিশ এর অনুসন্ধানে/গবেষণালব্ধ পরিসংখ্যান তুলে ধরে বলেন, আমরা আছি আপনাদের সাথে, পর্যটন শিল্পের বিকাশে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (প্লানিং এন্ড অপারেশন্স) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স রোটারিয়ান ড. মো. আশরাফুর রহমান, পদ্মা অয়েল কোম্পানি লি. এর পরিচালক রোটারিয়ান কে এম এনায়েতুল করিম হেলাল, দি ঢাকা হ্যাটস্ লি. এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মি. শেখ জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. আব্দুল আওয়াল, টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসেন আরা বেগম, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক আব্দুল কাদের ও ডা. মতিউর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএমএসএস এর উপদেষ্টা ইজার উদ্দিন, মানবাধিকার কর্মী আনোয়ারুল ইসলাম বাচ্চু, টিএমএসএস সাধারণ পরিষদের সদস্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী, ড. এনামুল আর্ট এন্ড কালচারাল একাডেমীর কিউরেটর অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।
উক্ত আলোচনা সভায় ট্যুরিজম পুলিশ বাংলাদেশ বিষয়ক তথ্য উপস্থাপন করেন পুলিশ সুপার (প্লানিং এ্যান্ড অপারেশন্স) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ রোটারিয়ান ড. মো. আশরাফুর রহমান। উক্ত সভায় সভাপতিত্ব করেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে বগুড়া জেলার বিভিন্ন পর্যায়ে পুলিশ কর্মকর্তাসহ টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন