পিপিপি কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কক্সবাজারে পিপিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কক্সবাজারে জেলা প্রশাসন ও পিপিপি কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়, যেখানে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, এ প্রকল্পে সহযোগিতা, প্রয়োজনীয়তা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের সচিব এবং প্রধান নির্বাহি কর্মকর্তা সুলতানা আফরোজ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আবুল বাসার এবং পরিচালক মো. আনোয়ার হোসেন। উল্লেখ্য, কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিল্প উদ্যোক্তা এবং সাংবাদিকরাও অংশগ্রহণ করেন এতে।
বিডি-প্রতিদিন/শফিক