যশোরে এন্টিজেন টেস্ট শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় অনলাইনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগ এই কার্যক্রমের উদ্বোধন করার পরপরই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এন্টিজেন পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়।
প্রথম দফায় তিন জন করোনা রোগীর এন্টিজেন টেস্ট করা হয়। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল থেকে নিয়মিত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এন্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। এজন্য সব রকমের প্রস্তুতি রয়েছে। এই টেস্টের জন্য ব্যবহৃত কিটসের কোনো মূল্য নেওয়া হবে না।
তবে এই কার্যক্রমে ব্যবহৃত জনবলের জন্য প্রতি টেস্টের জন্য ১০০ টাকা করে নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর