৫ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৭

নোয়াখালীতে নারী নির্যাতন প্রতিরোধে গণ-সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নারী নির্যাতন প্রতিরোধে গণ-সমাবেশ

প্রতিবাদী গান, আলোকচিত্র প্রদর্শন ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে ‘নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে জেগে ওঠো বাংলাদেশ’ শীর্ষক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসন মো. খোরদেশ আলম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকা অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনের নারী নেতৃত্ববৃন্দ ও আলোকচিত্রি শহীদুল ইসলাম। 

উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আবদুল আউয়াল, মোল্লা হাবিবুর রাসুল মামুন ও লায়লা পারভীন, নারী নেত্রী রেহনুমা আহমেদ, সায়দিয়া গুলরুখ, জান্নাতুল মাওয়া, বিথী ঘোষ, নাসিমা মুন্নী, উম্মে কুলসুমসহ অনেকে।

দিনব্যাপী সমাবেশে উদীচী শিল্পীগোষ্ঠী নারী জাগরণী সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া নারীর খালি হাতে আত্মরক্ষায় কারাতে প্রদর্শনী, প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল ইসলামসহ অনেকের আলোকচিত্র প্রদর্শনী, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের নানান অভিজ্ঞতা বিনিময় হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর