জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের চৌরাস্তায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী এই সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি অনুপম মনির সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মনতোষ কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বদরুদ্বোজ্জা বদর, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, গণসংগীত মঞ্চের সভাপতি মোজাম্মেল হক বাবলুসহ জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর