ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পারুল আক্তার (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন।
শনিবার সকালে উপজেলার সিধলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ওই গৃহবধূ আহত হলে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত পারুল সিধলা গ্রামের মো. আব্দুল আজিজের স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ও আব্দুল মোতালেব সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। ঘটনার সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় আজিজের স্ত্রী পারুল আক্তার ফেরাতে এলে প্রতিপক্ষের আঘাতে আহত হয়। পরে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল মোতালেবসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন