নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
আজ শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে লালপুর উপজেলায় দুয়ারিয়া ইউনিয়নে কাশিমপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার জিয়া আলীর ছেলে সজিব, মতিন আলীর ছেলে ফয়সাল ও ঈশ্বরদী উপজেলার সাইদুল ইসলামের ছেলে জিহান।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, ধারনা করা হচ্ছে রাতে কোন এক সময়ে দুয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় ৩ জন মোটরসাইকেল আরোহী যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। গাছের সাথে ধাক্কা এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে লাশ পড়েছিল। সকালে এলাকাবাসি লালপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজন ব্যক্তির পরিচয় শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা