ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট বাজারে আমজাদ হোসেন বাবলু হত্যা মামলার আসামি মো. ইউছুপকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন নেছা এ রায় ঘোষণা করেন। এ সময় ইউছুপের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়।
২০১৪ সালের ১৩ নভেম্বর প্রকাশ্যে বাজারে বাবলুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় তার বড় ভাই আমির হোসেন রিপন বাদী হয়ে একইদিন ফেনী মডেল থানায় ইউছুপ নামে একজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি ইউছুপকে গ্রেফতার করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর মামলাটি তদন্ত করে পরে আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগ গঠন হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ ও বাদী পক্ষের আইনজীবী জাহিদ হোসেন খসরু জানান, আসামির বিরুদ্ধে আদালতে তথ্য প্রমাণ উপস্থাপন করতে সমর্থ হয়েছে। আসামির সাজা হওয়ায় ন্যায় বিচার পেয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার